Sinbad Experience Resort & Beyond এইচ আর গ্রুপের একটি প্রতিষ্ঠান। সেন্টমার্টিন দ্বীপের সর্ববৃহৎ ও নয়নাভিরাম রিসোর্ট। দৃষ্টিনন্দন লোকেশন, পরিবেশ বান্ধব, শৈল্পিক নির্মাণ, দক্ষ ব্যবস্থাপনা ও উন্নত সেবার কারণে সিনবাদ সেন্টমার্টিনগামী পর্যটকদের সবচেয়ে পছন্দনীয় অবকাশ যাপনকেন্দ্র। রিসোর্টটি চালুর বছর থেকে ব্যবসা সফল একটি প্রতিষ্ঠান এবং ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিসোর্ট হিসেবে সমাদৃত হয়েছে।

লোকেশন

  • সেন্টমার্টিন দ্বীপের সর্বদক্ষিণে সমুদ্র বীচকে কেন্দ্র করে পরিবেশের কোনরূপ ক্ষতি না করে এবং প্রকৃতির সাথে অপূর্ব সমন্বয় রেখে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব ইকো রিসোর্ট সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট এন্ড বিয়ন্ড।
  • সিনবাদ থেকে ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণ করা পর্যটকদের জন্য সবচেয়ে সহজ ও সাশ্রয়ী। সিনবাদ থেকে মাত্র পাঁচ মিনিটের পথ হেঁটে নিরাপদে ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণ ও সাইক্লিং করা যায়। এ সময় সমুদ্রের নীল জলরাশি, জোয়ার-ভাটার দৃশ্য, সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়।
  • সিনবাদ রিসোর্ট দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিজস্ব পরিচর্যা ও তত্ত্বাবধানে সুন্দরী, কেয়া, নারিকেল ও অন্যান্য ফুল ও ফল গাছ দ্বারা সবুজায়ন করা হয়েছে। বিভিন্ন প্রকার বিরল গাছ-গাছালি দ্বারা পরিবেষ্টিত হওয়ায় সিনবাদ সেন্টমার্টিনের সুন্দরবন নামে পরিচিত।
  • সিনবাদ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত, সর্বশেষ ভূখন্ড, বিরল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও সেন্টমান্টিনের সেরা লোকেশন।